শৈবাল নূরের কবিতা

  রূপকল্প আর ঘুমোবো না বলে— তোমার নিখিলমনের চোরাগোপ্তা গলিতে রাত্রিপ্রহরী হয়ে ঘুরছি আর ঘুমোবো না বলে — ন্যুড সোসাইটির ছিলগালা থেকে, প্রতীকী জালিয়াতির ব্যালোটনীতি থেকে, তোমার চোখের ডার্কনেসের পরিচর্চা হয়ে উঠতে চাইছি নিদ্রা ধ্যানের গুপ্ত সহোদর,  পুষ্পাঙ্খা— তোমার তন্দ্রা যাবার কালে আমি টুকরো টুকরো স্বপ্ন হয়ে ভেঙে পড়ি সমস্ত মর্মপিঙ্গলায়, করকমলে—     শরীরজ বাড়ির উঠানে নীলকন্ঠ ফুলগাছ কোমরের  মতো  সুডৌল বাঁকা ধনুকের ডালে ফুটে আছে অগনিত যোনিপুষ্প পরাগায়নের মোহে শিশ্নমৌমাছি নীল হয়ে যায়, মাছরাঙা কুশলতায় পাপড়ি স্থিরতা ঝরে পড়ে বাউলগানে, আদিমমুদ্রায়     না ফেরা বাড়িতে কোথাও মন…

Read More