পাতাল ভ্রমণ – শহিদুল আলম
ভেজানো পাল্লার ফাঁক গলে শীতের অন্ধকার আর নৈঃশব্দ চোয়ানো ঠাণ্ডা বাতাস তির তির করে ঘরে ঢুকছে। মশারি উঁচু করে বইটা টেবিলে রেখে দিই। মাথার কাছেই জানালা। কতোবার চিপ দিলাম, থাকে না, পড়ে যায় আর ঠাণ্ডা বাতাস সুঁচের মতো বিদ্ধ করে কম্বলের সমস্ত ওম্ কেড়ে নেয়। এসব ছাড়িয়েও অনেকক্ষণ আমার সমস্ত অনুভূতি জুড়ে রাজত্ব করে সদ্যপঠিত উপন্যাসের নায়ক রাসকলনিকভ। দুই মহিলাকে খুন করে ওভারকোটের ভেতর রক্তমাখা কুড়ালটা লুকিয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়ে পালাচ্ছে ও…কে
Read More