নাহিদ ধ্রুব’র দশটি কবিতা

  এই তো জীবন এসেছি পাতার মতো বাতাসের সাথে ট্রেন তবু লেট করে এলো মাঝরাতে   টহল মেঘের দল এখনও সজাগ— তারায় খচিত আছে আশাবরী রাগ   তক্ষকের ডাক শুনি, প্লাটফর্ম ফাঁকা বিস্মৃত জীবন যেন জলরঙে আঁকা   তাকাবো না ভেবে ফিরে বারবার দেখি সমস্ত জীবন ছিল কতখানি মেকি   অতর্কিত বৃষ্টি এসে ভেঙে দেয় মোহ— প্রতিটি ফোটায় যেন মিশে গেছে দ্রোহ   নীরবতা ভাঙে শোনা যায় হুইসেল ফেরারি হয়েছি ভেঙে জগতের জেল   জীবন চলেছে কবে নিশ্চয়তা মেনে? টিকিটবিহীন আমি উঠে বসি ট্রেনে…   যেখানে যাওয়ার যাবো, প্রশান্ত এ…

Read More