তনুজের সাত কবিতা
এখনও ঘাসের ছিটকিনি খুলে বসে আছো? ১ কাল একটা ফাঁকা ব্রিজের রেলিং ঘেঁষে মিনিট পনেরো দাঁড়িয়ে থাকার পর আজ আরেকটা ফাঁকা ব্রিজের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছি আমার অনুপস্থিতিতে আমি, আমি, আমি। ২ (মীর তাকি মির-কে, তাঁর ওষ্ঠপাশে, তাঁর চরণকমলে) কী দীর্ঘ রাত হেঁটে এসে মীর, জনশূন্য হয়েছ আখেরে? এত জনশূন্য হয়েছ তাকি মির যে বিরামপন্থাকে সহনীয় ভেবে বলেছে কেউ যদি দেখ একবার, কী তীব্র সকাল পানপাত্র বাজি রেখে তুমিও বলেছ অনিমেষে, এই তো সময় হল স্বকাল, স্বকাল। ৩ ঈশপের অপ্রকাশিত গল্প ~ ঘোষণা করা হয়েছে, পতাকা উত্তোলন ও…
Read More