আর্চার কেন্ট ব্লাড।। আহমেদ মুনওয়ার মাহবুব
আর্চার কেন্ট ব্লাড বাঙালিদের কাছে সুপরিচিত তার ব্লাড টেলিগ্রামের মাধ্যমে । মার্কিন কূটনীতিক আর্চার কেন্ট ব্লাড ১৯৭০ সালে পূর্ব পাকিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের কনসাল জেনারেল নিযুক্ত হন। যদিও এর আগে ষাটের দশকের শুরুতে তিনি ঢাকায় কূটনৈতিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ব্লাড ছিলেন মার্কিন সরকারের সাথে বঙ্গবন্ধুর যোগাযোগের সূত্র। পাকিস্তান বাহিনীর নৃশংসতা বন্ধে মার্কিন সরকারকে ব্লাড যে কঠোর ভাষায় টেলিগ্রামটি পাঠান তা ‘ব্লাড টেলিগ্রাম’ নামে খ্যাত। ১৯৭০ সালের মার্চে ব্লাড যখন ঢাকায় আসেন তখন সাধারণ নির্বাচনের প্রস্তুতি চলছিলো। দূতাবাসে বসে নির্বাচন পর্ব পর্যবেক্ষণ করাই ছিলো ব্লাডের কাজ এবং সেই অনুযায়ি…
Read More