মাহমুদা তাহিরা’র চারটি কবিতা
১. শামুকের প্রবৃত্তি দিনমান ধরে — মেঘাচ্ছন্ন সাংসারিক আয়নায় চলে বৈরাগী বুদ্ধ হয়ে উঠবার প্রবল তাড়না, কিন্তু যশোধরার চোখের দিকে চোখ রেখে, দূরদ্বীপের গান গাওয়া যায় না। রাত্রি হলে — বিড়ালের ওমের ভেতর বিষাদের চাবি সেধিয়ে রাখি, তবু অন্ধকার ভয় লাগে, চোখ ছোট রেখে সন্দেহজনক চেয়ে থাকি। একমাত্র তোমাকে — অবলম্বন হিসেবে পকেটে হাতড়ে পেলে পেটভরে ভাত খাই, দিয়াশলাই ভেবে আঙ্গুলের ডগায় আগুন জ্বালাই, ল্যাম্পপোস্টের আলোয় ছোঁয়াছুঁয়ি খেলা আজো ভুলিনি। নিজেকে, খুঁজে না পেলে — হাঁটুজলা নদীর বয়ে যাওয়া দেখি, সন্ধ্যের কিনারে ঘর গুটায় শামুকের প্রবৃত্তি,…
Read More