কবিতা 

ফরহাদ নাইয়ার ০৫টি কবিতা

০১

আমার মাথা থেকে উড়ে গেছে একটি ফরিং
তাকে আটকাতে গিয়ে চারদিক ঘাস হয়ে আছে
সেরকম ঘাসের পিঠে শুয়ে ভাবছি গরুর কথা
কে কার জীবন নিয়ে যায়…
বহুকাল বেঁচে থেকে
আমিতো একটি মশাও মারতে পারিনি
অথচ হুলের ভেতর দিয়ে এতদুর মরণ আসে
আমি তাকে ফেরাতে পারিনা
হাত ধরে বাড়ি নিয়ে যাই …

০২

হলোনা কিছুই বলে হয়েছে যা তাকি বাতাসের চেয়েও হালকা? আমার মনের থেকে ভারী কোন কিছু টেনে তুলিনি আজো।এর থেকেও হৃদয় পড়ে গেছে চোখের গভীরে, আজ আর টেনে তোলা যাচ্ছেনা জল। তুমি বরং এই শরীর নিয়ে যাও সূর্য যেভাবে দিনকে টেনে নিয়ে যায় পুব থেকে পশ্চিমে ।

০৩

কাজগুলো কথার ভেতরে ঢুকে যায় বলে আমি কথাই বলি এই ক্রিয়া বাক্যের শেষে একটি নদী নিয়ে পালিয়ে যায়, তাকে তাড়া করে আমরা সমূদ্রে পৌছে যাই ।সমূদ্রে কুল নাই ,বিস্তর ঢেউ পেয়ে যায় বাক্যের জাহাজ ।জাহাজের প্রমিত নাবিক স্রোতের অনুকূলে পশ্চিম দিক যাইতেছে কেবল ।

০৪

আমার ছিলো মাছ হবার কথা ।
প্রজনন মৌসুমে মা ভুল করে মানুষের সমুদ্রে ডিম ছেড়ে পালিয়েছে।
আমি আর কি করবো ?
মানুষের মতো করে সাঁতার কাটতে গিয়ে মাছ হয়ে যাই ।
বায়ুতে আমার মন থাকেনা।
মনে মনে মানুষ কি বিড়াল পোষে ?

০৫

বেলুনের মতো উড়ে যেতে পারলে ভালো লাগতো ।
কতজন পাখি হতে গিয়ে হয়ে গেলো শিকারি।
আমি কিছুই হতে পারিনি।
না পাখি না শিকারি
শুধু পালক হাড়ানোর বেদনা নিয়ে দেখেছি
উড়ে যাওয়া একটি বকের পেছনে দুরত্ব
বেড়ে চলছে।

Related posts